Featured

বৃদ্ধের মৃত্যু সিলেটের কোয়ারেন্টাইনে

সিলেট শহরের হাউজিং এস্টেট এলাকার এক বৃদ্ধ হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। বৃদ্ধের ছেলে গত ১৪ মার্চ যুক্তরাজ্য থেকে ফিরেছিলেন।



Image result for সিলেটে কোয়ারেন্টাইনে থাকা বৃদ্ধের মৃত্যু



ওই বৃদ্ধ (৬৫) দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। তাকে নিয়মিত ডায়ালিসিস করাতে হতো। ছেলে বাড়ি ফেরার একদিন পরই বাবার শ্বাসকষ্ট শুরু হলে তাকে সিলেট কিডনি ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা তাকে বাড়িতে গিয়ে কোয়ারেন্টাইনে থাকতে পরামর্শ দেন।
এরপর থেকে তিনি হোম কোয়ারেন্টাইনে থাকতেন। সব নিয়মকানুনও মেনে চলছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গতকাল রাতে তার মৃত্যু হয়। 
স্থানীয় কাউন্সিলর লোদী জানান, বিষয়টা জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। স্থানীয় করোনাভাইরাস প্রতিরোধ কমিটিও জানতেন। তারপরও লাশের নমুনা পরীক্ষা না করিয়েই নগরের মানিক পীরের টিলায় দাফন করা হয়েছে।

করোনাভাইরাস টেস্ট হবে মাত্র ১৫ মিনিটে

Image result for করোনা টেস্টকেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কি না, তা পরীক্ষা করার পদ্ধতি নিয়ে বিস্তর গবেষণা চলছে। অনেক দেশ ইতোমধ্যে এর পদ্ধতি আবিষ্কারও করেছে। কিন্তু সেনসিটেস্ট নামের একটি ডাচ প্রতিষ্ঠান সবাইকে তাক লাগিয়ে দিয়েছে মাত্র ১৫ মিনিটে করোনাভাইরাস টেস্ট করার পদ্ধতি আবিষ্কার করে। অনেকটা প্রেগনেন্সি টেস্টের মতোই মুহূর্তেই আপনি জেনে যাবেন, করোনাভাইরাস পজিটিভ নাকি নেগেটিভ।




এর পরীক্ষা পদ্ধতি খুবই সহজ। যখন কোনো ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয় তখন শরীরে সয়ংক্রিয়ভাবেই ভাইরাসপ্রতিরোধী আইজিজি এবং আইজিএমের মতো অ্যান্টিবডি তৈরি হয়। সেনসিটেস্টের তৈরি টেস্ট কিটের মাধ্যমে ওই অ্যান্টিবডির উপস্থিতি নির্ণয় করা হয়। তাতেই বোঝা যায়, শরীরে করোনাভাইরাস আছে কি নেই।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রবার্ট ডাস জানান, এটা খুবই কার্যকরী কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। কেউ আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই টেস্ট করলে ধরা পড়বে না, দিনকয়েক পরে টেস্ট করতে হবে। কারণ শরীরে যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি তৈরি না হলে টেস্ট কিট তা ধরতে পারবে না।
গত সপ্তাহে উন্মুক্ত হয়েছে এই টেস্ট কিট। সীমিত পরিমাণে পাঠানো হয়েছে নেদারল্যান্ডসের চিকিৎসকদের কাছে। যথাযথ সহযোগিতা পেলে শিগগিরই এই টেস্ট কিট পাঠানো হবে বিশ্বের অন্যান্য দেশগুলোতে।

করোনাভাইরাসে: মৃত ১৮ হাজার ৯০০, আক্রান্ত ৪ লাখ ২৩ হাজার

সময় যত গড়াচ্ছে, করোনাভাইরাস ধেয়ে আসছে আরো তীব্র গতি নিয়ে। এখন পর্যন্ত (বুধবার সকাল ৯টা) এই ভাইরাসের সংক্রমণে দুনিয়াজুড়ে মৃত্যুবরণ করেছেন ১৮ হাজার ৯০০ জন। আক্রান্ত হয়েছেন প্রায় ৪ লাখ ২৩ হাজার। বিশ্বব্যাপী স্বীকৃত জরিপ পর্যালোচনাকারী সংস্থা ‘ওয়ার্ল্ডওমিটার’ এই তথ্য প্রকাশ করেছে।







সবশেষ তথ্য অনুযায়ী, ১৯৬টি দেশ বা অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এর মধ্যে ইউরোপের দেশগুলোর অবস্থা ভয়াবহ। ইতালিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৭৪৩ জন। সেখানে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ছুঁই ছুঁই। মৃতের তালিকায় ইতালি, চীনের পর স্পেনের অবস্থান। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৮১৬ জন।
করোনা সংক্রমণের পরও চিকিৎসা নিয়ে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। এই সংখ্যাটা ১ লাখ ৮ হাজার ৮৮০। বর্তমানে আক্রান্ত আছেন ২ লাখ ৯৫ হাজার। এর মধ্যে ২ লাখ ৮২ হাজার রোগী আছেন স্থিতিশীল পর্যায়ে। সংকটাপন্ন অবস্থায় আছেন ১৩ হাজার।

হাসপাতালে খালেদা জিয়াকে আনতে স্বজনরা

যেকোনো সময় মুক্তি পেতে পারেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তাকে আনতে ইতোমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে পৌঁছেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেগম জিয়ার পরিবারের সদস্যরা।




ইতোমধ্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির ফাইলে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইলটি এখন কারা অধিদপ্তরে রয়েছে। সেখান থেকে এটিতারপর তিনি যাবতীয় কাজকর্ম সেরে সেটি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যাবেন। সেখানে গিয়ে চিকিৎসাধীন অবস্থায় থাকা বিএনপি চেয়ারপার্সনকে মুক্তি দেবেন জেল সুপার।
বিষয়টি নিশ্চিত করে আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা বলেন, ফাইলটি ইতোমধ্যে কারা অধিদপ্তরে এসেছে। আনুষ্ঠানিকতা শেষে খুব শিগগিরই তাকে মুক্তি দেয়া হবে।
ফাইলটি নিয়ে আসার জন্য ইতোমধ্যে কারা অধিদপ্তরে গেছেন বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল কবির চৌধুরী।
 ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল কবির চৌধুরীর কাছে হস্তান্তর করা হবে।

প্রধানমন্ত্রীর অনুমোদন, বেগম খালেদা জিয়ার মুক্তি যেকোনো সময়

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির ফাইলে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইলটি এখন কারা অধিদপ্তরে রয়েছে। সেখান থেকে এটি ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল কবির চৌধুরীর কাছে হস্তান্তর করা হবে।




তারপর তিনি যাবতীয় কাজকর্ম সেরে সেটি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যাবেন। সেখানে গিয়ে চিকিৎসাধীন অবস্থায় থাকা বিএনপি চেয়ারপার্সনকে মুক্তি দেবেন জেল সুপার।
বিষয়টি নিশ্চিত করে আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা বলেন, ফাইলটি ইতোমধ্যে কারা অধিদপ্তরে এসেছে। আনুষ্ঠানিকতা শেষে খুব শিগগিরই তাকে মুক্তি দেয়া হবে।
এদিকে, ফাইলটি নিয়ে আসার জন্য ইতোমধ্যে কারা অধিদপ্তরে গেছেন বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল কবির চৌধুরী।

বেগম খালেদা জিয়ার মুক্তি যে কারণে বাতিল হতে পারে

দুটি শর্তে গতকাল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ছয় মাসের মুক্তি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় সরকার। শর্ত দুটি হলো- মুক্তির সময়ে ঢাকার বাসায় থেকে তাকে চিকিৎসা নিতে হবে। দ্বিতীয়টি হলো- এ সময়ে তিনি বিদেশ যেতে পারবেন না।



যে শর্তের কথা উল্লেখ করে আজ বুধবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, শর্ত ভঙ্গ করলে খালেদা জিয়ার মুক্তি বাতিল হয়ে যাবে। সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল আরো বলেন, সরকার চাইলে খালেদা জিয়ার সাজা স্থগিত করতে পারে।
এর আগে গতকাল মঙ্গলবার খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত করে তাকে উল্লিখিত দুই শর্তে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের কথা জানান আইনমন্ত্রী আনিসুল ইসলাম।
দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অসুস্থ থাকায় দীর্ঘদিন ধরে কারাতত্ত্বাবধানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়ে করলেন লন্ডনের ১০০ বছরের বুড়ো

ভালোবাসার কাছে হার মানল প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিয়ের মতো সামাজিক অনুষ্ঠান স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে লন্ডনে বিয়ে করে বসলেন ১০০ বছর বয়সী ইয়াবর আব্বাস ও ৬০ বছর বয়সী নূর জহির।


ইয়াবর আব্বাস ব্রিটেনভিত্তিক চলচ্চিত্র নির্মাতা। এর আগে দীর্ঘদিন বিবিসিতে সাংবাদিকতা করেছেন। অন্যদিকে নূর জহির মানবাধিকারকর্মী ও লেখিকা।
শুধু করোনা নয়, বয়সকেও থোড়াই কেয়ার করেছেন ইয়াবর। ১০০ তম জন্মদিন পালন করার পর বসলেন বিয়ের পিঁড়িতে। ওদিকে ভালোবাসার মানুষটির সঙ্গে তার বয়সের পার্থক্য ৪০ বছর! এটাও বিয়ের ক্ষেত্রে তার কাছে কোনো বিষয়ই হয়ে দাঁড়ায়নি।
ইয়াবর আব্বাস বলেন, আমরা ভালোবাসাকে জয়ী করতে চেয়েছি। আমার বয়স কত, সেটা যেমন মুখ্য নয় তেমনি নূরের সঙ্গে আমার বয়সের পার্থক্যকেও আমি পাত্তা দিচ্ছি না। বিষয়টাকে উপভোগ করছি।’
বিয়ের তারিখ ঠিক হয়েছিল আগামী ২৭ মার্চ। করোনাভাইরাসের সংক্রমণের এই সময়ে স্বাভাবিকভাবেই বিয়েটা অনিশ্চিত হয়ে পড়ে। বন্ধু-বান্ধবরা আসতে পারবেন না, এটাও একটা বড় ব্যাপার ছিল। অবশেষে এই অনিশ্চয়তা কাটাতে নির্ধারিত তারিখের আগেই লুকিয়ে বিয়ের কাজটা সেরে ফেলেন ইয়াবর আব্বাস ও নূর জহির!

দুইজন একসঙ্গে চলাফেরা নিষিদ্ধ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ বুধবার থেকে দুইজনের একসঙ্গে চলা নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ দুইজন বা তার চেয়ে বেশি লোক একসঙ্গে জড়ো হতে পারবেন না। এমনটা দেখলেই সশস্ত্র বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। 






এ ছাড়া অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যেতে পারবেন না। গেলেও নিরাপত্তায় নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে।
এদিকে সরকারের পক্ষ থেকে জনগণকে সচেতন হতে বারবার অনুরোধ করা হলেও তা অনেকেই মানছেন না। অধিকাংশই ছুটির আমেজ নিয়ে বাড়ি ফিরেছেন। কারো মধ্যে সচেতনতা লক্ষ্য করা যায়নি।
বড় বড় ধর্মীয় আলেমরা বাড়িতে বসে নামাজ পড়ার আহ্বান জানালেও তা অনেকে মানছেন না। তারা মসজিদে গিয়েই নামাজ আদায় করছেন। এতে ভাইরাসটি সংক্রমিত হওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে।
দেশের এমন পরিস্থিতিতে এসব নির্দেশনা নিশ্চিত করতেই আজ থেকে পুরোদমে মাঠে নেমেছে সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী ও বিমানবাহিনীসহ সশস্ত্র বাহিনীর অন্য সদস্যরা।
এরমধ্যে পুরো দেশের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে থাকবে সেনাবাহিনী। নৌবাহিনী নিয়ন্ত্রণ করবে উপকূলীয় এলাকাসমূহ। বিমানবাহিনী নিশ্চিত করবে জরুরি ওষুধ সরবরাহ ও চিকিৎসা সেবা

স্বরাষ্ট্রমন্ত্রী: আর কিছুক্ষণের মধ্যেই মুক্তি পাবেন বেগম খালেদা জিয়া

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কিছুক্ষণের মধ্যে মুক্তি পাবেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। তার ছোট ভাই শামীম ইস্কান্দারের জিম্মায় দুটি শর্তে তাকে মুক্তি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।




আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জিওতে (গভর্মেন্ট অর্ডার) স্বাক্ষর হয়ে গেছে। আরো কিছু আনুষ্ঠানিকতা আছে, সেটা সম্পন্ন হলেই খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শর্তানুযায়ী তিনি ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন। তবে বিদেশ যেতে পারবেন না।
অপরদিকে, আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বেগম জিয়ার শাস্তি ছয়
মাসের জন্য স্থগিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্ব ও উচ্চ মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।’
এর আগে গতকাল মঙ্গলবার খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত করে তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় সরকার।
দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অসুস্থ থাকায় দীর্ঘদিন ধরে কারাতত্ত্বাবধানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

করোনাভাইরাস: জার্মান লিগ দ্বিতীয় দফায় স্থগিত

করোনাভাইরাস আতঙ্কে ইউরোপিয়ান শীর্ষস্থানীয় সব ধরনের ফুটবল লিগ স্থগিত করে দেওয়া হয়েছে। আগামী ২ এপ্রিল পর্যন্ত জার্মান বুন্দেসলিগা বন্ধ রাখার সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিয়েছিল এ মাসের শুরুর দিকে। পরিস্থিতি আরো প্রতিকূলে চলে যাওয়ায় লিগের স্থগিতাদেশ আরো বাড়ানো হলো।






নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লিগ স্থগিত থাকবে। মঙ্গলবার রাতে জার্মান ফুটবল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত জানিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আগামী মে মাস থেকে লিগ শুরু করতে পারবে তো কর্তৃপক্ষ? করোনাভাইরাস মহামারি যে নিয়ন্ত্রণে আনাই যাচ্ছে না। অবস্থা কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে।
দ্বিতীয় দফায় লিগ স্থগিত নিয়ে এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় বুন্দেসলিগা এবং বুন্দেসলিগা ২ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হলো। এই মুহূর্তে প্রত্যেকের জীবনের নিরাপত্তাই বেশি গুরুত্বপূর্ণ। তাই সাধারণ সভায় আমরা সব ধরনের ফুটবলীয় কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।’
প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে প্রায় ১৭ হাজার মানুষ মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে চার লাখ। স্বস্তির তথ্য হচ্ছে আক্রান্ত হওয়া লাখের ওপর মানুষ সুস্থ হয়ে উঠেছেন।

করোনায় আজ আরেকজনের মৃত্যু, আক্রান্ত হয়নি

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরেকজনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় আর কেউ আক্রান্ত হননি। সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।




আজ বুধবার দুপুরে প্রতিষ্ঠানটির পরিচালক মীরাজাদী সেব্রিনা ফ্লোরা মহাখালী থেকে অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ বুধবার সকালে আক্রান্ত যে ব্যক্তি মারা গেছেন, তিনি গত ১৮ মার্চ থেকে চিকিৎসাধীন ছিলেন। তিনি পুরুষ, তার বয়স ৬৫ বছর। প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর গত ২১ মার্চ তাকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে আনা হয়। তিনি আগে থেকেই ডায়াবেটিস ও প্রেশারে ভুগছিলেন।
এর ফলে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ জনে। আক্রান্তের সংখ্যা ৩৯ জনেই থাকলো। এর মধ্যে আরো দুইজন অর্থাৎ মোট সাতজন সুস্থ হয়েছেন।

করোনা মোকেবেলায় মাশরাফিরা দিলেন ৩১ লাখ টাকা

করোনাভাইরাসের সংক্রমণে দেশে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫ জন। আক্রান্তের সংখ্যা ৩৯। এই দুঃসময়ে প্রত্যাশিতভাবেই এগিয়ে এলেন মাশরাফি-তামিম-মুশফিকরা। ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৭ জনের সঙ্গে সাহায্যের হাত বাড়ালেন সর্বশেষ জিম্বাবুয়ের সঙ্গে দলে সুযোগ পাওয়া আরও ১০ জন।

দেশে করোনাভাইরাস মোকাবেলায় এই ২৭ জন মিলে দান করলেন তাদের বেতনের অর্ধেক। টাকার অঙ্কে ৩১ লাখ টাকা। তবে এখান থেকে করবাবদ কাটা পড়বে ৫ লাখ। বাকি ২৬ লাখ জমা হবে সরকারি কোষাগারে, যা করোনাভাইরাস প্রতিরোধে কাজে লাগানো হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার সাব্বির খান।
বোর্ডের চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটার হলেন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ও নাঈম শেখ।
এর বাইরে জিম্বাবুয়ের বিরুদ্ধে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা হলেন- সাইফ হাসান, মাশরাফি বিন মর্তুজা, ইয়াসির আলী, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও নাসুম আহমেদ।

করোনাভাইরাস এবার মিয়ানমারে

Image result for করোনাভাইরাস এবার মিয়ানমারে
করোনাভাইরাসে প্রথমবারের মতো কেউ আক্রান্ত হল মিয়ানমারে। দেশটিতে দুজনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাসের জীবাণু পাওয়া গেছে। সোমবার রাতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরার।






আক্রান্ত দুজনের একজন যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন, আরেকজন যুক্তরাজ্য থেকে। বয়স যথাক্রমে ৩৬ ও ২৬ বছর। আক্রান্ত এই দুজনের সংস্পর্শে কারা এসেছেন, তা খোঁজ করতে মাঠে নেমেছে দেশটির সেনাবাহিনী।
যে চীন থেকে করোনাভাইরাসের উৎপত্তি সেই চীনের সঙ্গে বিশাল এলাকাজুড়ে সীমান্ত রয়েছে মিয়ানমারের। তারপরও এতদিন দেশটি এই ভাইরাসের সংক্রমণের শিকার হয়নি। পৃথিবীর ১৭৫ দেশে ছড়িয়ে পড়ার পরও মিয়ানমার থেকে আক্রান্তের কোনো খবর আসছিল না। অবশেষ গতকাল রাতে আক্রান্তের খবর নিশ্চিত করল দেশটির প্রশাসন।

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ১৬ হাজার

প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রমণ অব্যাহত আছে বিশ্বজুড়ে। প্রতি মুহূর্তেই বাড়ছে লাশের সংখ্যা, আক্রান্ত হচ্ছেন আরো হাজার হাজার মানুষ। সবশেষ খবর (মঙ্গলবার সকাল ৯টা) অনুযায়ী, পৃথিবীজুড়ে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ১৬ হাজার ৫৩০ জন। আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮০ হাজার



Image result for coronavirus

এই মহামারি ছড়িয়ে পড়েছে পৃথিবীর প্রায় সবগুলো দেশে। এখন পর্যন্ত ১৯৫টি দেশ বা অঞ্চলের মানুষকে আক্রমণ করেছে এই ভাইরাস। আশার কথা হল, আক্রান্তের মধ্যে ১ লাখ ২ হাজার মানুষ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন। অসুস্থ অবস্থায় আছেন ২ লাখ ৬ হাজার মানুষ। আক্রান্ত প্রায় সব দেশই এই ভাইরাসের চিকিৎসা ব্যবস্থা উন্নততর করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে।
যারা বর্তমানে অসুস্থ অবস্থায় আছেন তাদের মধ্যে সংকটাপন্ন আছেন ১২ হাজার। স্থিতিশীল পর্যায়ে আছেন ২ লাখ ৪৮ হাজার।
এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা চীনেই সর্বোচ্চ। দেশটিতে ৮১ হাজার ১১৭ জন মানুষ করোনাভাইরাসের আক্রমণের শিকার হয়েছেন। তবে মৃত্যুর দিক থেকে ইতালি চীনকে শুধু ছাড়িয়েই যায়নি, প্রায় দ্বিগুণ মানুষ সেখানে প্রাণ হারিয়েছেন। চীনের ৩ হাজার ২৭৭ মৃত্যুর বিপরীতে ইতালিতে মৃত্যুবরণ করেছেন ৬ হাজার ৭৭ জন। মৃত্যুর সংখ্যা বেশি হলেও ইতালিতে আক্রান্ত হয়েছেন চীনের চেয়ে কম, ৬৪ হাজার।

যুক্তরাজ্যে তিন সপ্তাহ লকডাউন ঘোষণা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন

দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনাভাইরাস ঠেকাতে সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই ঘোষণা দেন। লকডাউন জারি থাকবে ঘোষণার পর থেকে ৩ সপ্তাহ পর্যন্ত।
Image result for প্রধানমন্ত্রী বরিস জনসন

এ সময় একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরুতে পারবে না। বন্ধ থাকবে পাঠাগার, খেলার মাঠ, ব্যায়ামাগার, মসজিদ-গির্জাসহ সব উপাসনালয়। বিয়েও বন্ধ রাখতে বলা হয়েছে লকডাউনের ঘোষণায়। এ সময় শুধু পরিবারের সদস্যদের শেষকৃত্যে অংশগ্রহণ করা যাবে।
লকডাউনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন দেশটির বিরোধীদলীয় লেবার পার্টির নেতা জেরেমি করবিন।
প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাজ্যে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৫০ জন। মৃত্যুবরণ করেছেন ৩৩৫ জন।

বন্ধ ঘোষণা করলেন রেল যোগাযোগ

এবার রেল যোগাযোগ বন্ধের ঘোষণা আসছে। দেশজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ইতোমধ্যে সব লোকাল ও মেইল ট্রেন বন্ধ ঘোষণা করা হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। শিগগিরই বন্ধ করা হবে বাকিগুলো। ২৬ মার্চ থেকে দেশে সব ধরনের ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। রেলওয়ে মহাপরিচালক মো. শামছুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।


Image result for বন্ধ ঘোষণা করলেন রেল যোগাযোগ


গতকাল সরকারি-বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় বেড়ে যায় ট্রেনের যাত্রীসংখ্যা। কমলাপুর রেলস্টেশনে ভিড় করে হাজারো মানুষ। এক পর্যায়ে তা ঈদের ছুটিতে বাড়ি ফেরার দৃশ্যে রূপ নেয়।
রেলওয়ে মহাপরিচালক জানান, করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। আমরাও বিষয়টা নিয়ে সিরিয়াসলি ভাবছি। আপাতত লোকাল ও মেইল ট্রেন বন্ধ করা হয়েছে। শিগগিরই অন্যগুলো বন্ধ করা হবে। ভাইরাসটি যাতে সব অঞ্চলে ছড়িয়ে না পড়ে সেজন্য আমরা খুবই সতর্ক।
তিনি আরো বলেন, ট্রেন যোগাযোগ বন্ধ করার বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারাও ধীরে ধীরে বন্ধ করার পক্ষে মত দিয়েছেন।

বাণিজ্যমন্ত্রণালয় থেকে: মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার রপ্তানি নিষিদ্ধ

চীনে গেল ডিসেম্বরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরই দেশে বেড়ে যায় মাস্কের দাম। এর পর ধাপে মাস্ক ও হ্যান্ড গ্লাবসের দাম বাড়তে থাকে। এর এর বাংলাদেশে যখন করোনা রোগী ধরা পড়ে তখনই বাজারে বেড়ে যায় হ্যান্ড স্যানিটাইজারের দাম। এক পর্যায়ে তা বাজার থেকে উধাও হয়ে যায়। এমনই প্রেক্ষাপটে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। বাণিজ্যমন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপ করেছে।









জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান আমদানি ও রপ্তান প্রধান নিয়ন্ত্রকের দফতরের নিয়ন্ত্রক মোহাম্মদ আওলাদ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনভাইরাসের সংক্রমণ রোধে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে ফেস মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা পূরণের লক্ষ্যে দেশে উৎপাদিত ফেস মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার রপ্তানি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত হয়। গতকাল সোমবার পর্যন্ত দেশে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৩৩ জন। এর মধ্যে পাঁচজন সুস্থ হয়েছে।
এমনই প্রেক্ষাপটে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বন্ধ হয়েছে যাবতীয় সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানসহ নানা কর্মসূচি বাতিল করা হয়েছে। বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি অফিস।
সর্বশেষ তথ্যানুযায়ী ভাইরাসটি বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৮৪৮ জন। মৃত্যু হয়েছে ১৬ হাজার ৫১৪ জনের। চিকিৎসা শেষে সুস্থ হয়েছে ১ লাখ ২ হাজার ৬৯ জন।

করোনা ভাইরাসে মৃত ১৪ হাজার ৬৫০ জন, আক্রান্ত ৩ লাখ ৩৮ হাজার

করোনাভাইরাসের আক্রমণে পৃথিবীজুড়ে মৃত এবং আক্রান্তের সংখ্যার উল্লম্ফন থামেনি। এক দেশে প্রকোপ কিছুটা কমলেও বেড়ে যায় অন্য দেশে। সবশেষ তথ্য অনুযায়ী (সোমবার সকাল ১০টা) প্রাণঘাতী এই ভাইরাসের কারণে বিশ্বজুড়ে মৃত্যুবরণ করেছেন ১৪ হাজার ৬৫০ জন। আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৪ হাজার।
আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৮ হাজার ৬২৭ জন মানুষ। সে হিসেবে বর্তমানে আক্রান্ত অবস্থায় আছেন ২ লাখ ২৪ হাজার ৩২ জন। এর মধ্যে স্থিতিশীল আছেন ২ লাখ ১৩ হাজার ৪৭৯ জন। হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় আছেন ১০ হাজার ৫৫৩ জন।
টানা কয়েকদিনের মতো ইতালিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর রেকর্ড ভাঙেনি। সেখানে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৬৫১ জন, আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৬০ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল প্রায় সাড়ে ৫ হাজার, আক্রান্ত প্রায় ৬০ হাজার।
তবে যুক্তরাষ্ট্র গত ২৪ ঘন্টায় ছাড়িয়ে গেছে নিজের সব রেকর্ড। এই সময়ের মধ্যে দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার মানুষ, মৃত্যুবরণ করেছেন ১১৭ জন। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪১৯ জনে, আক্রান্ত ৩৩ হাজার ৫৪৬ জন।

দুইজন করোনা ভাইরাসে আক্রান্তেই লকডাউন পুরো নেপাল

নেপালে এখন পর্যন্ত মাত্র দুইজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর কয়েক ঘণ্টা পর পুরো দেশ লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার।



সোমবার করোনা নিয়ন্ত্রণ ও সংক্রমণ রোধে দেশটির সরকার গঠিত উচ্চ পর্যায়ের সমন্বয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৬টা থেকে ৩১ মার্চ পর্যন্ত পুরো দেশ লকডাউন থাকবে।
জানা যায়, সোমবার নেপালে ফ্রান্স ফেরত এক তরুণীর শরীরে কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। এরপরই পুরো দেশ অবরুদ্ধ করার ঘোষণা দেয়া হয়।
এর আগে গত ১৩ জানুয়ারি গলায় জ্বালাপোড়া ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন চীনফেরত এক শিক্ষার্থী। এর দশ দিন পর ওই শিক্ষার্থীর শরীরে ভাইরাসটির উপস্থিতি ধরা পড়ে। প্রায় আড়াই মাস পর দ্বিতীয় রোগী ধরা পড়লো।
কোভিড-১৯ রোগী মাত্র দুইজন হলেও এর সংক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেশটি। রাজধানী কাঠমুন্ডুতে সেনাবাহিনীর সদরদপ্তরে মডেল কোয়ারেন্টাইন জোন তৈরি করা হয়েছে। সেখানে অন্তত ৫৪টি তাঁবু আছে। প্রতিটিতে দুইজন করে রোগী থাকতে পারবে।

শিক্ষাপ্রতিষ্ঠান ৩ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে সঙ্গতি রেখে আগামী ৩ এপ্রিল পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে। অবশ্য ৩১ মার্চ পর্যন্ত আগেই সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।


শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন আজ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
আকরাম-আল-হোসেন বলেন, সাধারণ ছুটির ঘোষণা অনুযায়ী দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামীকাল ২ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি। ফলে আগামী ৩ এপ্রিল পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এর আগে সোমবার দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটির সঙ্গে সরকার ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর পর ৩ ও ৪ এপ্রিলের সাপ্তাহিক ছুটিও এর সঙ্গে যুক্ত হবে। ফলে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

প্রাসাদের কর্মী করোনায় আক্রান্ত জানায়, সরিয়ে নিলেন রানি এলিজাবেথ কে

ব্রিটেনের রানি এলিজাবেথ লন্ডনের বাসভবন বাকিংহাম প্রাসাদের এক রাজকর্মীর দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। সতর্কতা হিসেবে গত বৃহস্পতিবারই ৯৩ বছর বয়সী রানিকে উইন্ডসর দুর্গে সরিয়ে নেওয়া হয়েছে। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য সান।


Image result for রানি এলিজাবেথ






জানা যায়, ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে রানি এলিজাবেথ ইতোমধ্যেই সব ধরনের সূচি বাতিল করেছেন। তিনি সুস্থ আছেন বলে দাবি করেছে বিভিন্ন ব্রিটিশ গণমাধ্যম।
দ্য সান জানায়, গত সপ্তাহে বাকিংহাম প্রাসাদের এক রাজকর্মী ভাইরাসে আক্রান্ত হয়। ওই সময় রানি সেখানেই অবস্থান করছিলেন। আক্রান্ত কর্মী রানির কতোটা কাছাকাছি ছিলেন তা জানা যায়নি। তার সংস্পর্শে যারাই এসেছেন তারা সবাই এখন স্বেচ্ছা আইসোলেশনে আছেন বলে জানা গেছে।
রাজ দরবারের এক সূত্রের বরাতে দ্য সান আরো জানায়, ওই কর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্তের সময় রানি বাকিংহাম প্রাসাদেই ছিলেন। তাকে নিরাপদে উইন্ডসর দুর্গে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে রানির কোনো সমস্যা হবে না। কারণ বাকিংহামের মতো এই দুর্গেও পাঁচ শতাধিক কর্মী নিয়োজিত আছে।

গভীর সমুদ্রে ৫ জাহাজ কোয়ারেন্টাইনে

দেশে করোনার বিস্তার ঠেকাতে আমদানি করা পাঁচটি জাহাজ গভীর সমুদ্রে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। জাহাজগুলো আগামী দুই সপ্তাহ সেখানেই অবস্থান করবে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে তথ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই জাহাজগুলোকে পুনঃপ্রক্রিয়াজাতকরণের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পাশাপাশি আজ ২৩ মার্চ থেকে আগামী ৭ এপ্রিল পর্যন্ত জাহাজ আমদানি বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে আমদানির জন্য কোনো অনাপত্তি সনদ দেয়া হবে না।
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প এলাকায় ৩৫ হাজার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক কাজ করে থাকেন। তাদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের কাছে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কর্মস্থলে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে। হ্যান্ড স্যনিটাইজার ও শরীরের তাপমাত্রা নির্ণয় করে কর্মস্থলে প্রবেশ, মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে কাজ করা, সর্দি-কাশি হলে কাজ থেকে বিরত থাকা, কিছুক্ষণ পরপর হাত ধোয়া, অফিস ও বাসা ছাড়া অন্য কোথাও না যাওয়া এবং ক্যান্টিনে একত্রিত হয়ে বসতে নিষেধ করা হয়েছে।
একইসঙ্গে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় মেয়ের বিয়ে ধুমধামে দিয়েছেন সিভিল সার্জন ওএসডি

করোনাভাইরাস নিয়ে দেশের চলমান পরিস্থিতিতে আগেই সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ করেছে সরকার। এমনকি বিয়ের ক্ষেত্রে জেলা প্রশাসকের অনুমতি নেওয়ার কথা বলা হয়। কিন্তু কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করেননি ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন।


নিষেধাজ্ঞার মধ্যেও ধুমধাম করে নিজের ডাক্তার মেয়ের বিয়ে দিয়েছেন। কয়েক শ লোকও বিয়েতে উপস্থিত ছিলেন, যার একটা বড় অংশ চিকিৎসক। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
এর মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার ওই সিভিল সার্জন মো. শাহ আলমকে ওএসডি করা হয়েছে। গতকাল রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয় বলে জানা গেছে। সেইসঙ্গে আগামী সাত দিনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশও দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ একরাম উল্লাহকে ব্রাহ্মণবাড়িয়ার নতুন সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে।
জানা যায়, গত শুক্রবার সিভিল সার্জন শাহ আলম তার সরকারি বাসভবনে ধুমধাম করে মেয়ের বিয়ের আয়োজন করেন।
এর আগে গত থার্টিফার্স্ট নাইটে হাসপাতালের বহির্বিভাগের গেট বন্ধ করে জমকালো অনুষ্ঠানে করেন ওই সিভিল সার্জন। সেইসঙ্গে আতশবাজি ফোটানো হয়। তখনও বেশ সমালোচনার মুখে পড়েন ওই সিভিল সার্জন।

রাজশাহীতে ভাইয়ের বাড়ি বেড়াতে এসে ভারতীয় বৃদ্ধা নবিজান বেগমের মৃত্যু

রাজশাহীতে ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে হৃদরোগে এক ভারতীয় নারীর মৃত্যু হয়েছে। সোমববার ভোরে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের গণকের ডাইং গ্রামে মারা যান তিনি। 



নিহত নবিজান বেগম (৬০) ভারতের উত্তর প্রদেশের শিবধাত গ্রামের বাসিন্দা মহিবুলের স্ত্রী। গত ১১ মার্চ স্বামীর সঙ্গে বৈধ উপয়ে রাজশাহীতে ভাই শহিদুল ইসলামের বাড়িতে বেড়াতে আসেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে হঠাৎ ওই বৃদ্ধা মারা গেলে গোটা এলাকাজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম ঘটনাস্থলে যায় এবং ওই বৃদ্ধার মরদেহ পরীক্ষা-নিরীক্ষা করে। পরে জানা যায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তালেব জানান, ওই নারীর মরদেহ পরীক্ষা-নিরীক্ষা, আগের চিকিৎসা ব্যবস্থাপত্র ও পরিবারের তথ্য অনুযায়ী জানা যায় তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার শ্বাসকষ্ট ছিল। এর জন্য তিনি নিয়মিত ওষুধও সেবন করতেন। ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
দেওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আখতারুজ্জামন বলেন, চিকিৎসকরা ওই নারীর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করার পর দুপুর ১২টার দিকে স্বজনরা তার মরদেহ দাফন করেন।

‘লকডাউনের’ সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী - ওবায়দুল কাদের।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে পুরো দেশ লকডাউন হবে কি হবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।





তিনি বলেন, এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি তাতে মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না। বিশেষ করে পুরো দেশ লকডাউন করা হবে কি হবে না এ ব্যাপারে। আর যদি পরিস্থিতির অবনতি হয় তাহলে জাতির স্বার্থে শাটডাউন বা লকডাউন যেকোনো সিদ্ধান্তই নেবেন প্রধানমন্ত্রী।
ভাইরাসটির সংক্রমণ রোধে ইতোমধ্যে শেখ হাসিনার নির্দেশে ৫০০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, আগামী ২৫ মার্চ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ নিয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেবেন বঙ্গবন্ধু কন্যা।
তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা ও জীবনের নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর প্রধানমন্ত্রী। বিশ্বব্যাপী চলমান করোনা সংকট মোকাবেলায় ইতোমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করে তিনি নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। এখন জনগণের সম্মিলিত সচেতনতা, সতর্কতা ও স্বাস্থ্যবিধি পালনই পারে এই দেশ ও জাতিকে রক্ষা করতে।
দেশবাসীকে ধৈয্য ধরার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, এই সংকটময় মুহূর্তে সবাইকে সতর্কতা, দায়িত্বশীলতা, মানবিকতা ও দেশপ্রেমের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কারো ওপর দোষ চাপানো কিংবা কোনো ধরনের গুজন ছড়ানো যাবে না। সবাইকে মিলিত হয়ে কাজ করতে হবে।
দেশে কোনো খাদ্য ঘাটতি নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খাদ্য সংকট সৃষ্টি ও গুজবের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। মজুতকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। এ নিয়ে তথ্য গোপনের কিছু নেই এবং বাস্তবতা অস্বীকার করার কোনো উপায় নেই। সম্মিলিত চেষ্টাই পারে এই সংকট থেকে সবাইকে উদ্ধার করতে।

করোনায় কোন জেলায় কতজন আক্রান্ত

দেশে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টা আক্রান্ত হয়েছেন ৬ জন, একদিনে এখন পর্যন্ত যা সর্বোচ্চ। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ১ জনের। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ৩৩ এবং মৃতের সংখ্যা ৩। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআর থেকে এই তথ্য জানানো হয়।

কোন জেলায় কতজন আক্রান্ত সেই তথ্যও তুলে ধরেন আইইডিসিআরের পরিচালক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। ৩৩ জনের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকায়, তারপর মাদারীপুর। জেলাওয়ারি এই সংখ্যাটা হলো ঢাকা-১৫, মাদারীপুর-১০, নারায়ণগঞ্জ-৩, গাইবান্ধা-২, চুয়াডাঙ্গা-১, গাজীপুর-১, কুমিল্লা-১।
ব্রিফিংয়ে আরো জানানো হয়, আক্রান্ত হওয়া ৩৩ জনের মধ্যে বিদেশফেরত ১৩ জন। এর মধ্যে ইতালি থেকে এসেছেন ৬ জন, যুক্তরাষ্ট্র থেকে ২ জন, ইতালি ছাড়া ইউরোপের অন্যান্য দেশ থেকে ২ জন, ভারত থেকে ১ জন, বাহরাইন থেকে ১ জন এবং কুয়েত থেকে ১ জন। বাকী ২০ জন বিদেশ ফেরত না হলেও কোনো না কোনোভাবে উপরের ১৩ জন থেকে সংক্রমিত হয়েছেন।

এখনো অক্ষত আছে জনপ্রিয় ফুটবলার রোনালদোর তিনটি রেকর্ড

ম্যানচেস্টার ইউনাইটেড থেকেই ক্রিশ্চিয়ানো রোনালদো আজকের রোনালদো হয়ে উঠেছেন। পর্তুগিজ যুবরাজ ওল্ড ট্রাফোর্ড ছেড়ে এসেছেন এক দশকেরও বেশি সময় হবে। কিন্তু ওই ক্লাব তার কয়েকটা রেকর্ড এখনো অক্ষত হয়ে আছে। দেখে নেওয়া যাক ম্যানইউতে রোনালদোর সেসব রেকর্ড:



ইংলিশ লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোল: ইংলিশ লিগে ১৯ দলের অংশগ্রহণে এক মৌসুমে সর্বোচ্চ ৩২টি গোল করেছিলেন ম্যানইউ ফরওয়ার্ড ডেনিস ভায়োলেট। এরপর লিগ দেখেছে ২২ দলের অংশগ্রহণ। ১৯৯৩ সালে প্রিমিয়ার লিগ যুগের দ্বিতীয় মৌসুমের দলের সংখ্যাটা নেমে আসে কুড়িতে।
এখন পর্যন্ত লিগ চলছে ৩৮ রাউন্ডেই। যেখানে এক মৌসুমে সর্বোচ্চ ৩১টি গোল করেছিলেন রোনালদো। ২০০৭-০৮ মৌসুমে ৩৪ ম্যাচ খেলে কীর্তিটা গড়েছিলেন পর্তুগিজ সেনসেশন। ২০ দলের অংশগ্রহণে ‘সিআর সেভেনে’র ওই রেকর্ড এখনো ভাঙতে পারেননি ম্যানইউর কোনো ফুটবলার।
রেড ডেভিলসদের ইতিহাসে সবচেয়ে সফল ফুটবলার রোনালদো। সাত নাম্বার জার্সি পড়ে যে যাত্রা তিনি শুরু করেছিলেন প্রথমদিকে তা ছিল অনেকটাই দুর্গম। লিগের প্রথম আট ম্যাচে গোলই করতে পারেননি রোনালদো। অবশেষে নবম ম্যাচে এসে বার্মিংহাম সিটির জালে ঠিকানা খুঁজে নেন তিনি।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রোনালদোকে। শুরুর ধাক্কা সামলে রোনালদো এক মৌসুমে ক্লাবের হয়ে ৪২টি গোল করেছিলেন ৪৯টি ম্যাচ খেলে। পর্তুগিজ উইঙ্গারের পর ম্যানইউর কোনো ফুটবলারই এক মৌসুমে এতগুলো গোল করতে পারেননি।
ইউরোপিয়ান গোল্ডেন সু জয়: ২০০৭-০৮ মৌসুমে ইউরোপের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইউরোপিয়ান গোল্ডেন সু জেতেন রোনালদো। ওই মৌসুমে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুটও উঠেছিল তার হাতে। রোনালদোর আগুনঝরা পারফরম্যান্সে ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছিল লিগ শিরোপা।
পর্তুগিজ তারকা মৌসুম শেষ করেছিলেন ছয়টি ব্যক্তিগত ট্রফি জিতে। রোনালদোর আগে ম্যানইউর কোনো ফুটবলার হিসেবে ইউরোপিয়ান গোল্ডেন সু জয়ের নজির ছিল ১৯৬৭-৬৮ মৌসুমে। সেই দিনটাই রোনালদো ফিরিয়ে এনেছিলেন ক্লাবের হয়ে। ২০০৮ সালে ক্লাবের চতুর্থ ফুটবলার হিসেবে তিনি জেতেন ব্যালন ডি’অর।
সর্বোচ্চ দামে বিক্রয়: ২০০৩ সালে ১৮ বছর বয়সী রোনালদোকে স্পোর্টিং লিসবন থেকে নিয়ে আসে ম্যানচেস্টার ইউনাইটেড। তাকে দলে টানতে রেড ডেভিলসদের খরচ হয়েছিল ১২.২৪ মিলিয়ন পাউন্ড। তৎকালীন সময়ে অংকটা বড়ই ছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রাণভোমরাকে ধরে রাখতে পারেনি ইংলিশ জায়ান্টরা।
২০০৯ সালে রোনালদোকে কিনে নিয়ে যায় রিয়াল মাদ্রিদ। বিশ্ব রেকর্ড গড়ে ‘সিআর সেভেন’কে সান্তিয়াগো বার্নাব্যুতে নিয়ে আসে স্প্যানিশ ক্লাবটি। তাকে বিক্রি করে রেকর্ড সর্বোচ্চ ৮০ মিলিয়ন পাউন্ড আয় করে ম্যানইউ। রোনালদোর পর অনেক ফুটবলারকেই বিক্রি করেছে ইংলিশ ক্লাবটি। কিন্তু এখনো রোনালদোর চেয়ে বেশি মূল্যে কাউকে বিক্রি করতে পারেনি তারা।

প্রিন্সেস বাসমাহ নিখোঁজ নন, বন্দি আছেন

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের চাচাতো বোন প্রিন্সেস বাসমাহ বিনতে সৌদ বিন আব্দুল আজিজকে অটকে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্পেনের এবিসি পত্রিকার বরাত দিয়ে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। বাসমাহ একজন মানবাধিকার কর্মী, বিশেষত নারীর অধিকার নিয়ে সোচ্চার ছিলেন।

এই খবর প্রকাশ হওয়ার আগে এক বছরেরও বেশি সময় ধরে প্রিন্সেস বাসমাহ নিখোঁজ ছিলেন। রাজপরিবার থেকেও এরচেয়ে বেশি কিছু জানা যায়নি। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন থেকে জানা যায়, এক বছর আগে যুবরাজ সালমান যখন রাজপরিবারে ধরপাকড় চালিয়ে অনেককেই জেলে নিচ্ছেন তখন সেই দলে ছিল বাসমাহ। তাকে সৌদি আরবের আল হায়ার কারাগারে বন্দি রাখা হয়েছে।
প্রতিবেদনের সঙ্গে একটি ভিডিও ফুটেজও জুড়ে দিয়েছে পত্রিকাটি। ফুটেজটি বাসমাহর প্রাসাদের বাইরে থাকা সিসিটিভির। সেখানে দেখা যায়, ৮ সদস্যের একটি দল সিসিটিভি ভেঙে দেওয়া কিংবা ঢেকে দেওয়ার চেষ্টা করছে।

করোনা ভাইরাসের কারণে ২৬ মার্চে আওয়ামী লীগের সব কর্মসূচি বাতিল - ওবায়দুল কাদের।

করোনা ভাইরাসের কারণে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সব কর্মসূচি বাতিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।



তিনি বলেন, করোনাভাইরাসের কারণে বিশ্বের অনেক দেশ স্থবির হয়ে পড়েছে। আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। সেই প্রেক্ষাপটে এবারের স্বাধীনতা দিবসে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আমাদের দলের যত প্রোগ্রাম ছিল সব বাতিল করা হল। বাস্তবতাকে এড়িয়ে আমরা কোনো কাজ করবো না।
করোনাভাইরাসে দেশের পরিস্থিতি নিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রাণঘাতী এই ভাইরাস মোকাবেলার সরঞ্জাম আমাদের কাছে নেই এটা বলা যাবে না। তবে যেটুকু ঘাটতি আছে তা সংগ্রহ করা জন্য চেষ্টা চলছে। সবাইকে নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকতে হবে। জনপ্রতিনিধিদের আরও কার্যকর ভূমিকা নিতে হবে। কারো শরীরে উপসর্গ দেখা দিলে দ্রুত তা আমাদেরকে জানাতে হবে।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে। শেখ হাসিনা সরকার এ বিষয়ে যথেষ্ট সতর্ক।

কিশোরগঞ্জে ইতালি থেকে আসা প্রবাসীর মৃত্যু

জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জের ভৈরবে এক ইতালিফেরত ব্যক্তির মৃত্যু হয়েছে। আব্দুল খালেক নামের ৬০ বছর বয়সী ওই প্রবাসী গত ২৮ ফেব্রুয়ারি দেশে আসেন।


আব্দুল খালেকের বাড়ি ভৈরবের জগন্নাথপুর এলাকায়। বেশ কয়েকদিন ধরে তিনি মৃদু সর্দি কাশিতে ভুগছিলেন। সেই সঙ্গে গতকাল রোববার শুরু হয় শ্বাসকষ্ট। তাকে স্থানীয় আবেদিন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আইসোলেশন সেন্টারে পাঠিয়ে দেন। কিছুক্ষণ পর স্বজনরা তাকে বের করে নিয়ে যান ডক্টরস পয়েন্ট নামে আরেকটি হাসপাতালে। সেখানে রাত ১১টায় তার মৃত্যু হয়।
এ ঘটনার পর চিকিৎসা দেওয়া দুটি হাসপাতাল এবং ওই ব্যক্তির বাড়ির আশপাশের আরও কয়েকটি বাড়িতে মানুষের চলাচল সীমিত করা হয়েছে। সেখানে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
উপজেলার প্রশাসন এবং করোনাভাইরাস প্রতিরোধ কমিটির পক্ষ থেকে বলা হয়, বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে। তারা এসে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছেন। করোনাভাইরাসেই তার মৃত্যু হয়েছে কিনা, পরীক্ষা করলেই তা জানা যাবে। ওই ব্যক্তির সংস্পর্শে যারা এসেছেন তাদের তালিকা করা হচ্ছে। পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হলেই পদক্ষেপ নেওয়া হবে।

জেনেনিন করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে সতর্কতা

প্রাণঘাতী নোবেল করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে অহেতুক আতঙ্কিত না হয়ে তা প্রতিরোধে সতর্কতা অবলম্বনের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে সরকারের তথ্য মন্ত্রণালয়।



আজ রোববার মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে বলা হয়েছে, করোনাভাইরাস সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোনো ভাবে মিথ্যা বা ভুল তথ্য প্রচার নজরে আসলে তথ্য অধিদফতরের সংবাদকক্ষের ফোন নম্বর : ০২-৯৫১২২৪৬; ০২-৯৫১৪৯৮৮; ০১৭১৫-২৫৫৭৬৫; ০১৭১৬-৮০০০০৮ এবং ই-মেইল : piddhaka@gmail.com/piddhaka@yahoo.com অথবা ৯৯৯-এ নম্বরে যোগাযোগ করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।
এতে বলা হয়, বিদেশ ফেরত ব্যক্তিদের অবশ্যই ১৪ দিন বাড়িতে অবস্থানের পরামর্শ দিয়েছে রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। কোয়ারেন্টাইনের এই ১৪ দিন বাড়িতে অবস্থানের ক্ষেত্রে তাদের স্বজনদেরও সচেতন থাকতে হবে। এক্ষেত্রে স্বজন, বাড়িওয়ালা, প্রতিবেশীসহ সমাজের সকলের সহযোগিতা কামনা করছে সরকার।
সাধারণ লক্ষণ বা উপসর্গ নিয়ে সরাসরি না এসে বাসায় থেকেই আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করে উপদেশ ও পরামর্শ পাওয়া যাবে।
করোনাভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শের বা উপদেশের জন্য উল্লিখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১-১৮৪৫৫১; ০১৪০১-১৮৪৫৫৪; ০১৪০১-১৮৪৫৫৫; ০১৪০১-১৮৪৫৫৬; ০১৪০১-১৮৪৫৫৯; ০১৪০১-১৮৪৫৬০; ০১৪০১-১৮৪৫৬৮; ০১৯২৭-৭১১৭৮৫; ০১৯৩৭-০০০০১১; ০১৯২৭-৭১১৭৮৪ এবং ০১৯৩৭-১১০০১১। স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।
এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com.

প্রত্যাখ্যান করলেন পুরস্কার জনপ্রিয় অভিনেতা মুশাররফ করিম2

শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন মোশাররফ করিম। সেখানে তিনি লিখেছেন, সকলের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, গত ৭ নভেম্বর দেশের চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে বড় পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২০১৮ সালের পুরস্কার প্রাপ্তদের তালিকায় আমি নিজের নামও দেখতে পেয়েছি। নুর ইমরান মিঠু পরিচালিত 'কমলা রকেট' চলচ্চিত্রের জন্য আমাকে ‘শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে’ পুরস্কার প্রদান করা হয়েছে। ধন্যবাদ সংশ্লিষ্টদের।

কিন্তু এই পুরস্কার প্রাপ্তি নিয়ে আমার কিছু কথা রয়েছে। তার আগে সবাইকে অবগত করতে চাই, কৌতুকপূর্ণ বা কমেডি চরিত্র আমার কাছে অন্যসব চরিত্রের মতোই সমান গুরুত্বপূর্ণ।
কিন্তু 'কমলা রকেট' চলচ্চিত্রে আমি যে চরিত্রটিতে অভিনয় করেছি সেটি কোনোভাবেই কমেডি বা কৌতুক চরিত্র নয়। ছবিটির চিত্রনাট্যকার, পরিচালকসহ সহশিল্পীরা নিশ্চয় অবগত আছেন। একই সঙ্গে যারা ছবিটি দেখেছেন তারাও নিশ্চয় উপলব্ধি করেছেন 'কমলা রকেট' এ আমার অভিনয় করা ‘মফিজুর’ চরিত্রটি কোনো কৌতুক চরিত্র নয়। এটি প্রধান চরিত্রগুলির একটি।
তাই, সন্মানিত জুরি বোর্ডের কাছে আমার অনুরোধ, 'শ্রেষ্ঠ অভিনেতা কৌতুক চরিত্রে' আমার জন্য বরাদ্দ করা পুরস্কারটা প্রত্যাহার করে নিলে ভালো হয়। না হলে আমার পক্ষে এই পুরস্কার গ্রহণ করা সম্ভব নয়। আমি কাজটাকে ভালোবেসে আমৃত্যু কাজ করে যেতে চাই। আমার ভক্ত, শুভাকাঙ্খিসহ সকলের কাছে আমার ও আমার পরিবারের জন্য দোয়া চাই। একই সঙ্গে যারা পুরস্কার পেয়েছেন সবাইকে অভিনন্দন জানাই।’
মোশাররফ করিম বলেন, এই মুহূর্তে আমি ব্যক্তিগত কাজে দেশের বাইরে অবস্থান করছি। তাই লিখিতভাবে সবাইকে জানানো হলো। আশা করছি পরিস্থিতিটি বুঝতে পেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Contact Form

Name

Email *

Message *