Featured

কিশোরগঞ্জে ইতালি থেকে আসা প্রবাসীর মৃত্যু

জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জের ভৈরবে এক ইতালিফেরত ব্যক্তির মৃত্যু হয়েছে। আব্দুল খালেক নামের ৬০ বছর বয়সী ওই প্রবাসী গত ২৮ ফেব্রুয়ারি দেশে আসেন।


আব্দুল খালেকের বাড়ি ভৈরবের জগন্নাথপুর এলাকায়। বেশ কয়েকদিন ধরে তিনি মৃদু সর্দি কাশিতে ভুগছিলেন। সেই সঙ্গে গতকাল রোববার শুরু হয় শ্বাসকষ্ট। তাকে স্থানীয় আবেদিন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আইসোলেশন সেন্টারে পাঠিয়ে দেন। কিছুক্ষণ পর স্বজনরা তাকে বের করে নিয়ে যান ডক্টরস পয়েন্ট নামে আরেকটি হাসপাতালে। সেখানে রাত ১১টায় তার মৃত্যু হয়।
এ ঘটনার পর চিকিৎসা দেওয়া দুটি হাসপাতাল এবং ওই ব্যক্তির বাড়ির আশপাশের আরও কয়েকটি বাড়িতে মানুষের চলাচল সীমিত করা হয়েছে। সেখানে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
উপজেলার প্রশাসন এবং করোনাভাইরাস প্রতিরোধ কমিটির পক্ষ থেকে বলা হয়, বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে। তারা এসে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছেন। করোনাভাইরাসেই তার মৃত্যু হয়েছে কিনা, পরীক্ষা করলেই তা জানা যাবে। ওই ব্যক্তির সংস্পর্শে যারা এসেছেন তাদের তালিকা করা হচ্ছে। পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হলেই পদক্ষেপ নেওয়া হবে।
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *