Featured

করোনা ভাইরাসে মৃত ১৪ হাজার ৬৫০ জন, আক্রান্ত ৩ লাখ ৩৮ হাজার

করোনাভাইরাসের আক্রমণে পৃথিবীজুড়ে মৃত এবং আক্রান্তের সংখ্যার উল্লম্ফন থামেনি। এক দেশে প্রকোপ কিছুটা কমলেও বেড়ে যায় অন্য দেশে। সবশেষ তথ্য অনুযায়ী (সোমবার সকাল ১০টা) প্রাণঘাতী এই ভাইরাসের কারণে বিশ্বজুড়ে মৃত্যুবরণ করেছেন ১৪ হাজার ৬৫০ জন। আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৪ হাজার।
আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৮ হাজার ৬২৭ জন মানুষ। সে হিসেবে বর্তমানে আক্রান্ত অবস্থায় আছেন ২ লাখ ২৪ হাজার ৩২ জন। এর মধ্যে স্থিতিশীল আছেন ২ লাখ ১৩ হাজার ৪৭৯ জন। হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় আছেন ১০ হাজার ৫৫৩ জন।
টানা কয়েকদিনের মতো ইতালিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর রেকর্ড ভাঙেনি। সেখানে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৬৫১ জন, আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৬০ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল প্রায় সাড়ে ৫ হাজার, আক্রান্ত প্রায় ৬০ হাজার।
তবে যুক্তরাষ্ট্র গত ২৪ ঘন্টায় ছাড়িয়ে গেছে নিজের সব রেকর্ড। এই সময়ের মধ্যে দেশটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার মানুষ, মৃত্যুবরণ করেছেন ১১৭ জন। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪১৯ জনে, আক্রান্ত ৩৩ হাজার ৫৪৬ জন।
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *