Featured

বাণিজ্যমন্ত্রণালয় থেকে: মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার রপ্তানি নিষিদ্ধ

চীনে গেল ডিসেম্বরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরই দেশে বেড়ে যায় মাস্কের দাম। এর পর ধাপে মাস্ক ও হ্যান্ড গ্লাবসের দাম বাড়তে থাকে। এর এর বাংলাদেশে যখন করোনা রোগী ধরা পড়ে তখনই বাজারে বেড়ে যায় হ্যান্ড স্যানিটাইজারের দাম। এক পর্যায়ে তা বাজার থেকে উধাও হয়ে যায়। এমনই প্রেক্ষাপটে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। বাণিজ্যমন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপ করেছে।









জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান আমদানি ও রপ্তান প্রধান নিয়ন্ত্রকের দফতরের নিয়ন্ত্রক মোহাম্মদ আওলাদ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনভাইরাসের সংক্রমণ রোধে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে ফেস মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা পূরণের লক্ষ্যে দেশে উৎপাদিত ফেস মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার রপ্তানি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত হয়। গতকাল সোমবার পর্যন্ত দেশে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৩৩ জন। এর মধ্যে পাঁচজন সুস্থ হয়েছে।
এমনই প্রেক্ষাপটে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বন্ধ হয়েছে যাবতীয় সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানসহ নানা কর্মসূচি বাতিল করা হয়েছে। বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি অফিস।
সর্বশেষ তথ্যানুযায়ী ভাইরাসটি বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৭৮ হাজার ৮৪৮ জন। মৃত্যু হয়েছে ১৬ হাজার ৫১৪ জনের। চিকিৎসা শেষে সুস্থ হয়েছে ১ লাখ ২ হাজার ৬৯ জন।
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *