Featured

হাসপাতালে খালেদা জিয়াকে আনতে স্বজনরা

যেকোনো সময় মুক্তি পেতে পারেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তাকে আনতে ইতোমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে পৌঁছেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেগম জিয়ার পরিবারের সদস্যরা।




ইতোমধ্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির ফাইলে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইলটি এখন কারা অধিদপ্তরে রয়েছে। সেখান থেকে এটিতারপর তিনি যাবতীয় কাজকর্ম সেরে সেটি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যাবেন। সেখানে গিয়ে চিকিৎসাধীন অবস্থায় থাকা বিএনপি চেয়ারপার্সনকে মুক্তি দেবেন জেল সুপার।
বিষয়টি নিশ্চিত করে আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা বলেন, ফাইলটি ইতোমধ্যে কারা অধিদপ্তরে এসেছে। আনুষ্ঠানিকতা শেষে খুব শিগগিরই তাকে মুক্তি দেয়া হবে।
ফাইলটি নিয়ে আসার জন্য ইতোমধ্যে কারা অধিদপ্তরে গেছেন বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল কবির চৌধুরী।
 ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ইকবাল কবির চৌধুরীর কাছে হস্তান্তর করা হবে।
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *