সময় যত গড়াচ্ছে, করোনাভাইরাস ধেয়ে আসছে আরো তীব্র গতি নিয়ে। এখন পর্যন্ত (বুধবার সকাল ৯টা) এই ভাইরাসের সংক্রমণে দুনিয়াজুড়ে মৃত্যুবরণ করেছেন ১৮ হাজার ৯০০ জন। আক্রান্ত হয়েছেন প্রায় ৪ লাখ ২৩ হাজার। বিশ্বব্যাপী স্বীকৃত জরিপ পর্যালোচনাকারী সংস্থা ‘ওয়ার্ল্ডওমিটার’ এই তথ্য প্রকাশ করেছে।


সবশেষ তথ্য অনুযায়ী, ১৯৬টি দেশ বা অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এর মধ্যে ইউরোপের দেশগুলোর অবস্থা ভয়াবহ। ইতালিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৭৪৩ জন। সেখানে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ছুঁই ছুঁই। মৃতের তালিকায় ইতালি, চীনের পর স্পেনের অবস্থান। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৮১৬ জন।
করোনা সংক্রমণের পরও চিকিৎসা নিয়ে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। এই সংখ্যাটা ১ লাখ ৮ হাজার ৮৮০। বর্তমানে আক্রান্ত আছেন ২ লাখ ৯৫ হাজার। এর মধ্যে ২ লাখ ৮২ হাজার রোগী আছেন স্থিতিশীল পর্যায়ে। সংকটাপন্ন অবস্থায় আছেন ১৩ হাজার।

0 comments:
Post a Comment