Featured

করোনাভাইরাস টেস্ট হবে মাত্র ১৫ মিনিটে

Image result for করোনা টেস্টকেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কি না, তা পরীক্ষা করার পদ্ধতি নিয়ে বিস্তর গবেষণা চলছে। অনেক দেশ ইতোমধ্যে এর পদ্ধতি আবিষ্কারও করেছে। কিন্তু সেনসিটেস্ট নামের একটি ডাচ প্রতিষ্ঠান সবাইকে তাক লাগিয়ে দিয়েছে মাত্র ১৫ মিনিটে করোনাভাইরাস টেস্ট করার পদ্ধতি আবিষ্কার করে। অনেকটা প্রেগনেন্সি টেস্টের মতোই মুহূর্তেই আপনি জেনে যাবেন, করোনাভাইরাস পজিটিভ নাকি নেগেটিভ।




এর পরীক্ষা পদ্ধতি খুবই সহজ। যখন কোনো ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয় তখন শরীরে সয়ংক্রিয়ভাবেই ভাইরাসপ্রতিরোধী আইজিজি এবং আইজিএমের মতো অ্যান্টিবডি তৈরি হয়। সেনসিটেস্টের তৈরি টেস্ট কিটের মাধ্যমে ওই অ্যান্টিবডির উপস্থিতি নির্ণয় করা হয়। তাতেই বোঝা যায়, শরীরে করোনাভাইরাস আছে কি নেই।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রবার্ট ডাস জানান, এটা খুবই কার্যকরী কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। কেউ আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই টেস্ট করলে ধরা পড়বে না, দিনকয়েক পরে টেস্ট করতে হবে। কারণ শরীরে যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি তৈরি না হলে টেস্ট কিট তা ধরতে পারবে না।
গত সপ্তাহে উন্মুক্ত হয়েছে এই টেস্ট কিট। সীমিত পরিমাণে পাঠানো হয়েছে নেদারল্যান্ডসের চিকিৎসকদের কাছে। যথাযথ সহযোগিতা পেলে শিগগিরই এই টেস্ট কিট পাঠানো হবে বিশ্বের অন্যান্য দেশগুলোতে।
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *