Featured

‘লকডাউনের’ সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী - ওবায়দুল কাদের।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে পুরো দেশ লকডাউন হবে কি হবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।





তিনি বলেন, এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি তাতে মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না। বিশেষ করে পুরো দেশ লকডাউন করা হবে কি হবে না এ ব্যাপারে। আর যদি পরিস্থিতির অবনতি হয় তাহলে জাতির স্বার্থে শাটডাউন বা লকডাউন যেকোনো সিদ্ধান্তই নেবেন প্রধানমন্ত্রী।
ভাইরাসটির সংক্রমণ রোধে ইতোমধ্যে শেখ হাসিনার নির্দেশে ৫০০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, আগামী ২৫ মার্চ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ নিয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেবেন বঙ্গবন্ধু কন্যা।
তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা ও জীবনের নিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর প্রধানমন্ত্রী। বিশ্বব্যাপী চলমান করোনা সংকট মোকাবেলায় ইতোমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করে তিনি নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। এখন জনগণের সম্মিলিত সচেতনতা, সতর্কতা ও স্বাস্থ্যবিধি পালনই পারে এই দেশ ও জাতিকে রক্ষা করতে।
দেশবাসীকে ধৈয্য ধরার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, এই সংকটময় মুহূর্তে সবাইকে সতর্কতা, দায়িত্বশীলতা, মানবিকতা ও দেশপ্রেমের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কারো ওপর দোষ চাপানো কিংবা কোনো ধরনের গুজন ছড়ানো যাবে না। সবাইকে মিলিত হয়ে কাজ করতে হবে।
দেশে কোনো খাদ্য ঘাটতি নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খাদ্য সংকট সৃষ্টি ও গুজবের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। মজুতকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। এ নিয়ে তথ্য গোপনের কিছু নেই এবং বাস্তবতা অস্বীকার করার কোনো উপায় নেই। সম্মিলিত চেষ্টাই পারে এই সংকট থেকে সবাইকে উদ্ধার করতে।
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *