Featured

প্রাসাদের কর্মী করোনায় আক্রান্ত জানায়, সরিয়ে নিলেন রানি এলিজাবেথ কে

ব্রিটেনের রানি এলিজাবেথ লন্ডনের বাসভবন বাকিংহাম প্রাসাদের এক রাজকর্মীর দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। সতর্কতা হিসেবে গত বৃহস্পতিবারই ৯৩ বছর বয়সী রানিকে উইন্ডসর দুর্গে সরিয়ে নেওয়া হয়েছে। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য সান।


Image result for রানি এলিজাবেথ






জানা যায়, ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে রানি এলিজাবেথ ইতোমধ্যেই সব ধরনের সূচি বাতিল করেছেন। তিনি সুস্থ আছেন বলে দাবি করেছে বিভিন্ন ব্রিটিশ গণমাধ্যম।
দ্য সান জানায়, গত সপ্তাহে বাকিংহাম প্রাসাদের এক রাজকর্মী ভাইরাসে আক্রান্ত হয়। ওই সময় রানি সেখানেই অবস্থান করছিলেন। আক্রান্ত কর্মী রানির কতোটা কাছাকাছি ছিলেন তা জানা যায়নি। তার সংস্পর্শে যারাই এসেছেন তারা সবাই এখন স্বেচ্ছা আইসোলেশনে আছেন বলে জানা গেছে।
রাজ দরবারের এক সূত্রের বরাতে দ্য সান আরো জানায়, ওই কর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্তের সময় রানি বাকিংহাম প্রাসাদেই ছিলেন। তাকে নিরাপদে উইন্ডসর দুর্গে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে রানির কোনো সমস্যা হবে না। কারণ বাকিংহামের মতো এই দুর্গেও পাঁচ শতাধিক কর্মী নিয়োজিত আছে।
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *