Featured

প্রিন্সেস বাসমাহ নিখোঁজ নন, বন্দি আছেন

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের চাচাতো বোন প্রিন্সেস বাসমাহ বিনতে সৌদ বিন আব্দুল আজিজকে অটকে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্পেনের এবিসি পত্রিকার বরাত দিয়ে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। বাসমাহ একজন মানবাধিকার কর্মী, বিশেষত নারীর অধিকার নিয়ে সোচ্চার ছিলেন।

এই খবর প্রকাশ হওয়ার আগে এক বছরেরও বেশি সময় ধরে প্রিন্সেস বাসমাহ নিখোঁজ ছিলেন। রাজপরিবার থেকেও এরচেয়ে বেশি কিছু জানা যায়নি। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন থেকে জানা যায়, এক বছর আগে যুবরাজ সালমান যখন রাজপরিবারে ধরপাকড় চালিয়ে অনেককেই জেলে নিচ্ছেন তখন সেই দলে ছিল বাসমাহ। তাকে সৌদি আরবের আল হায়ার কারাগারে বন্দি রাখা হয়েছে।
প্রতিবেদনের সঙ্গে একটি ভিডিও ফুটেজও জুড়ে দিয়েছে পত্রিকাটি। ফুটেজটি বাসমাহর প্রাসাদের বাইরে থাকা সিসিটিভির। সেখানে দেখা যায়, ৮ সদস্যের একটি দল সিসিটিভি ভেঙে দেওয়া কিংবা ঢেকে দেওয়ার চেষ্টা করছে।

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *