Featured

স্বরাষ্ট্রমন্ত্রী: আর কিছুক্ষণের মধ্যেই মুক্তি পাবেন বেগম খালেদা জিয়া

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কিছুক্ষণের মধ্যে মুক্তি পাবেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। তার ছোট ভাই শামীম ইস্কান্দারের জিম্মায় দুটি শর্তে তাকে মুক্তি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।




আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জিওতে (গভর্মেন্ট অর্ডার) স্বাক্ষর হয়ে গেছে। আরো কিছু আনুষ্ঠানিকতা আছে, সেটা সম্পন্ন হলেই খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শর্তানুযায়ী তিনি ঢাকায় নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন। তবে বিদেশ যেতে পারবেন না।
অপরদিকে, আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বেগম জিয়ার শাস্তি ছয়
মাসের জন্য স্থগিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্ব ও উচ্চ মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।’
এর আগে গতকাল মঙ্গলবার খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত করে তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় সরকার।
দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অসুস্থ থাকায় দীর্ঘদিন ধরে কারাতত্ত্বাবধানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *