Featured

বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ শুনতে হল

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২১ সালের আয়োজক ছিল ভারত। কিন্তু ৫০ ওভারের এই আসর ২০২১ সালে আর হচ্ছে না। ৫০ ওভারে পরিবর্তে টি-২০ বিশ্বকাপ আয়োজন করা হবে ভারতে। ঠিক এমনটাই জানিয়েছে আইসিসি।
এই বছরেই হতে যাচ্ছে ২০২০ আইসিসি টি-২০ বিশ্বকাপ। এটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। তার এক বছর পরেই আবার ভারতে হবে ২০২১ আ
ইসিসি টি-২০ বিশ্বকাপ।
গত ২৪শে জানুয়ারি শুক্রবার ২০২১ টি-২০ বিশ্বকাপের অংশগ্রহণের নীতিমালা ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এই আসরে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। তার মধ্যে ২০২০ সালের টি-২০ বিশ্বকাপের মূল পর্বে খেলা ১২টি দল সরাসরি খেলবে এবং বাকি চার দল বাছাই পর্বে মাধ্যমে নির্বাচন করা হবে।
এই কারণে বাংলাদেশ এখনো নিশ্চিত হয়নি ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ খেলার জন্য। বাংলাদেশকে এই আসরে থাকতে হলে ২০২০ সালের টি-২০ বিশ্বকাপের মূল পর্ব খেলতে হবে।
আর এই জন্য বাংলাদেশকে ২০২০ সালের বিশ্বকাপের বাছাই পর্ব খেলে মূল পর্বে প্রবেশ করতে হবে। বলে রাখা ভাল যে ২০২০ সালের টি-২০ বিশ্বকাপ হবে ১২ দলের সমন্বয়ে। এর মধ্যে র‍্যাংকিংয়ের ১ম ৮ দল সরাসরি খেলবে এই আসর আর বাকি ৪ দল আসবে বাছাই পর্ব খেলে।
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *