Featured

বিশ্ব এখন করোনা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন

Image result for করোনাভাইরাস
সারা বিশ্বই এখন রহস্যময় করোনা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন। যেখানে সমগ্র চীন এখন আতঙ্কিত, আক্রান্ত প্রদেশ (হুবেই-উহান) যেখানে আমাদের দেশের ৫শ'র বেশি বাংলাদেশী ছাত্র/ছাত্রী অধ্যয়নরত আছেন। চীনা নববর্ষের ছুটি উপলক্ষে বেশির ভাগই ১৫ জানুয়ারীর আগেই দেশে চলে গেছেন।
দেশের বিমানবন্দরে সতর্কতা জারির আগেই তারা ইমিগ্রেশন পার হয়ে দেশে প্রবেশ করেছেন। অজান্তেই যদি একজনের মাধ্যমে এই ভাইরাস নিয়ে দেশে ঢুকে থাকেন, কি রকমের মহামারী পরিস্থিতি আক্রান্ত হতে পারে তা হয়তোবা আমাদের কল্পনার বাহিরে।
যেখানে চীন হিমশিম খাচ্ছে, মাত্র ৬ দিনেই ১০০০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল তৈরি কাজে নেমে গেছে চীন সরকার।
গত ১৯ জানুয়ারী চীন হয়ে অষ্ট্রেলিয়াতে প্রবেশ কোন এক নাগরিক। আজ শনিবার তিনি শারীরিকভাবে আক্রান্ত হয়েছেন বলে নিউজে দেখলাম।
তাই আশা করছি দেশের উচ্চ পর্যায়ের কঠোর সতর্কতা অবলম্বন এবং চীন থেকে রিসেন্টলি আগত সকল দেশী/বিদেশি'দের হাসপাতালে গিয়ে শারীরিক চেকআপ করানো। এই মুহুর্তে সতর্কতা অবলম্বন করা খুবই গুরুত্বপূর্ণ।



    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *