Featured

আযানের জবাব দিলে যে প্রতিদান পাওয়া যাবে।

আযানের জবাব দিলে যে প্রতিদান পাওয়া যাবে।
রাসুলুল্লাহ ﷺ বলেছেনঃ
❝যে ব্যক্তি আন্তরিক বিশ্বাসের সাথে আযানের উত্তর দেয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।❞
(সহীহ মুসলিমঃ ৩৮৫)Image result for আযান"
সুবহা’নাল্লাহ! জান্নাত ওয়াজিব হয়ে যায়!
মাত্র ৩-৪ মিনিটেই এতো সহজ একটা আমল হেলাফেলা করে বাদ দেওয়া মোটেও ঠিকনা। আর এজন্যতো আলাদা কোনো দু'আও মুখস্থ করা লাগছেনা, শুধু মুয়াজ্জিনের সাথে সাথে অন্তরে বিশ্বাস ও খেয়াল রেখে কথাগুলো বলবেন। আমরা চেষ্টা করলে আজকে থেকেই এই আমল করার অভ্যাস গড়ে তুলতে পারবো ইন-শা-আল্লাহ।
.
আযান শুনলে তার উত্তর দিবো কিভাবে?
মুয়াজ্জিন আযানে যা যা বলবে তার সাথে সাথে তাই বলতে হবে, শুধুমাত্র যখন ❝হাইয়্যা আলাস সালাহ❞ ও ❝হাইয়্যা আলাল ফালাহ❞ বলবে, তখন তার উত্তরে সেটা না বলে বলতে হবেঃ
.
لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ
.
উচ্ছারনঃ ❝লা হাউলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ❞।
.
ফযরের আযানে যখন ❝আস-সালাতু খায়রুম-মিনান-নাওম❞ বলবে, তার জবাবে ❝আস-সালাতু খায়রুম-মিনান-নাওম❞ ই বলতে হবে।
এটা হচ্ছে আযানের উত্তর দেওয়ার নিয়ম। আযান শুনতে পেলে তার জবাব দেওয়া গুরুত্বপূর্ণ একটি সুন্নত। আমরা চেষ্টা করি অত্যন্ত সহজ এই সুন্নত আমলটি করার জন্য।
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *