Featured

করোনা ভাইরাসকে ‘শয়তান’ বললেন চীনের প্রেসিডেন্ট

মরণঘাতী করোনাভাইরাসকে ‘শয়তান’ বলে আখ্যায়িত করেছেন চীনের প্রেসিডেন্ট শি চিন পিং। গত মঙ্গলবার বেইজিংয়ের গ্রেট হলে বিশ্ব স্বাস্থ্য বিভাগের (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রস অ্যাধানমের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। নতুন করোনাভাইরাস থেকে বিদেশি ও চীনা নাগরিকদের কীভাবে সুরক্ষা দেওয়া যায় তা নিয়ে আলোচনায় বসেছিলেন ডব্লিউএইচও-এর প্রধান ও শি চিনপিং। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য বিভাগের প্রধানের সঙ্গে বৈঠকে আলোচনার সময় শি চিনপিং বলেন, ‘নতুন করোনাভাইরাস একটি শয়তান এবং এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী চীন।’ ‘আমরা শয়তানকে আড়ালে থাকতে দিতে পারি না’ বলেও মন্তব্য করেন তিনি।
চীনের এই সংকটের সময় উব্লিউএইচও এবং আন্তর্জাতিক সম্প্রদায় বিচক্ষণতার সঙ্গে সার্বিক সহযোগিতা করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন দেশটির প্রেসিডেন্ট।   
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে চীনের এ পরিস্থিতিকে জরুরি অবস্থা হিসেবে অভিহিত করা হয়েছে। একে বৈশ্বিক স্বাস্থ্যের জন্য উচ্চ ঝুঁকি হিসেবেও ঘোষণা করেছে সংস্থাটি। প্রসঙ্গত, চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আজ বুধবার পর্যন্ত মরণঘাতী এ ভাইরাসে ১৩২ জনের প্রাণ গেছে। এ ছাড়া আরও ২ হাজার মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনার চেষ্টায় চীনা নববর্ষের চলমান ছুটি আরও তিন দিন বাড়িয়ে আগামী রোববার পর্যন্ত করা হয়েছে। করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহান শহর ছাড়াও বেশ কয়েকটি শহর ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *