Featured

তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ঢাকায় সাংস্কৃতিক পক্ষের বর্ণাঢ্য উদ্বোধন

তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ঢাকায় গতকাল মঙ্গলবার সাংস্কৃতিক পক্ষ-২০২০ এর উদ্বোধন হয়েছে। কুরআন তেলাওয়াত, হামদ-না’আত, আবৃতি, বক্তব্য প্রতিযোগিতাসহ মোট ২১ টি চমকপ্রদ ইভেন্টে পক্ষকালব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসার অধ্যক্ষ বিশিষ্ট আলেমে দ্বীন ড. মুহাম্মাদ আবু ইউছুফ খান। মাদরাসার সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগের আহবায়ক মাদরাসার প্রধান মুফতি ড. মুহাম্মাদ খলিলুর রহমানের সভাপতিত্বে এবং মাদরাসা ছাত্রসংসদ এর জি এস আবু বকর আল মারূফের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ছাত্রসংসদের ভিপি আবু জাফর শাহীন। সকল ছাত্র ও শিক্ষকবৃন্দের উপস্থিতিতে এ অনুষ্ঠানে বক্তারা পুথিঁগত লেখাপড়ার পাশাপাশি সহপাঠ্যক্রমিক বিষয়গুলোতে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য ও সৃজনশীলকরে তোলার প্রতি গুরত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. মুহাম্মাদ আবু ইউছুফ খান শিক্ষার্থীদের মনোদৈহিক বিকাশের জন্য সহপাঠ্যক্রমিক বিষয়ে অংশগ্রহনের আবশ্যকতা তুলে ধরেন। তিনি বলেন, তা‘মীরুল মিল্লাত কামিল মাদরাসা তার জন্মলগ্ন থেকে একদল আল্লাহ ভীরু, দক্ষ ও দেশপ্রেমিক সুনাগরিক গড়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মেধা ও যোগ্যতা যাচাইয়ের জন্য এ সকল প্রতিযোগিতায় অংশগ্রহনের মাধ্যমে সৃজনশীল কাজে আত্মনিয়োগ করে দেশ সেরা মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, ডাক্তার, ইন্জিনিয়ার ও ব্যবসায়ী হতে হবে। একি সাথে কুরআন-হাদীসের সঠিক ব্যাখ্যা অনুধাবনের মাধ্যমে মাদরাসার শিক্ষার্থীরা ইসলামের শ্বাসত শান্তির বার্তা নিয়ে মানবজাতির কল্যানে আত্মনিয়োগ করবে।
সাংস্কৃতিক পক্ষ উদযাপনের জন্য ইতোমধ্যে মাদরাসার মাঠ, অডিটোরিয়াম ও প্রাঙ্গনসমুহ সহপাঠ্যক্রমিক উপকরণসহ বর্ণালী বেলুনে, প্ল্যাকার্ডে ও ফেস্টুনে সাজিয়ে উৎসবমুখর পরিবেশ করে তোলা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি।

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *